বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (১ম অংশ)
বিশ্বের সবচেয়ে উচু মন্দির তৈরী করছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ তথা ইসকন। এ মন্দির সম্পর্কে কিছু বিষয় নিচে দেওয়া হল।
- এটা দুনিয়ার সবচেয়ে উচু মন্দির হবে।
- এই মন্দিরের নাম বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির।
- এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের মন্দির হবে।
- এই মন্দিরটি ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত।
- ১৬ ডিসেম্বর ২০১৪ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী প্রনব মুর্খাজ্জী এই মন্দিরের শিলান্যাস করেন।
- ২০২২ সালে মন্দিরটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
- বৈদিক বাস্তুকলা অনুসরন করে এই মন্দির তৈরী করা হবে।
- এই মন্দিরে কয়েকটি ফেস্টিব্যাল হল থাকবে, যেখানে বিভিন্ন অনুষ্ঠান, মেগা ইভেন্ট আয়োজন করা হবে।
- এই মন্দিরে কিছু সংখ্যক লেকচার হল থাকবে, যেখানে নিত্য ধর্মীয় গ্রন্থ ও অন্যান্য বিষয়বস্তু আলোচনা করা হবে।
- এই মন্দিরে একটি কৃষ্ণ হেরিটেজ সেন্টার থাকবে, যেখানে দর্শনাথীদের জন্য কৃষ্ণ লীলা প্রদর্শন করানো হবে।
- বৃন্দাবনে এক সময় প্রভুপাদ তার শিষ্যদের বললেন যদি তোমরা কৃষ্ণের জন্য কিছু করতে চাও, তাহলে বৃন্দাবনে একটি সুউচ্চ মন্দির নির্মান কর। প্রভুপাদের সেই আদেশকে সার্থক করতে এই মন্দিরের নির্মানকাজ শুরু করা হয়েছে।
- এই বিশাল প্রজেক্টে শ্রী রাধা বৃন্দাবনচন্দ্র মন্দির নির্মান করা হবে।
- এই প্রজেক্টে শ্রীল প্রভুপাদ মেমোরিয়াল থাকবে, সেখানে শ্রীল প্রভুপাদের বিভিন্ন স্মৃতি দর্শনাথীদের জন্য প্রদর্শন করানো হবে।
- এই প্রজেক্টে একটি শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির থাকবে।
- এখানে একটি কৃষ্ণ হেরিটেজ জাদুঘর তৈরী করা হবে।
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (২য় অংশ)
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (৩য় অংশ)
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (৪র্থ অংশ)
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (শেষ অংশ)
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।