রাধারানীর অষ্টসখী নাম কী কী ?
রাধারানীর অনন্ত কোটি সখী (বান্ধবী) আছে, তারমধ্যে আটজন প্রধান। আর এই আটজনকে একত্রে অষ্টসখী বলা হয়। ভগবান থেকে যেমন রাধারানীর বিস্তার, তেমনই রাধারানী থেকে অনন্ত কোটি সখীর বিস্তার। আর অনন্ত কোটি সখীর নেতৃত্ব দেন অষ্টসখী। রাধাকৃষ্ণের দিব্য প্রেমকে আরো মধুর করতে অষ্টসখী সাহায্য করত।
অষ্টসখীবৃন্দ হলেন :-
১) ললিতা সখী
২) বিশাখা সখী
৩) চিত্রা সখী
৪) চম্পকলতা সখী
৫) রঙ্গদেবী সখী
৬) সুদেবী সখী
৭) তুঙ্গবিদ্যা সখী
৮) ইন্দুলেখা সখী
এই আটজন মিলে হল অষ্টসখী।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।