শ্রীমদ্ভাগবতের বারোটি স্কন্দ ভগবান শ্রীকৃষ্ণের কোন কোন অঙ্গ ?

শ্রীমদ্ভাগবতের বারোটি স্কন্দ ভগবান শ্রীকৃষ্ণের কোন কোন অঙ্গ ?

শ্রীমদ্ভাগবতে বারোটি স্কন্দ বিদ্যমান। এই বারোটি স্কন্দকে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অঙ্গের সাথে তুলনা করা হয়। 

প্রথম স্কন্দ ও দ্বিতীয় স্কন্দ ---------------শ্রীকৃষ্ণের পাদপদ্মদ্বয়

তৃতীয় স্কন্দ ও চতুর্থ স্কন্দ ----------------শ্রীকৃষ্ণের উরুদ্বয়

পঞ্চম স্কন্দ--------------------------------শ্রীকৃষ্ণের নাভি

ষষ্ঠ স্কন্দ-----------------------------------শ্রীকৃষ্ণের বুক

সপ্তম স্কন্দ ও অষ্টম স্কন্দ----------------শ্রীকৃষ্ণের বাহদ্বয়

নবম স্কন্দ----------------------------------শ্রীকৃষ্ণের গলা

দশম স্কন্দ----------------------------------শ্রীকৃষ্ণের মুখমন্ডল

একাদশ স্কন্দ-------------------------------শ্রীকৃষ্ণের কপাল/ ললাট

দ্বাদশ স্কন্দ----------------------------------শ্রীকৃষ্ণের মস্তক

পদ্ম পুরানে উল্লেখ আছে যে, ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে শ্রীমদ্ভাগবত গ্রন্থের মধ্যে প্রকাশ করেছেন। অর্থাৎ শ্রীমদ্ভাগবতই ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যেভাবে ভগবানের বিগ্রহকে দর্শন করি যেমন প্রথমে ভগবানের পাদপদ্ম, তারপরে ভগবানের উরু,ক্রমানয়ে ভগবানের মুখমন্ডল। তেমনই শ্রীমদ্ভাগবতমের প্রথমে প্রথম স্কন্দ থেকে শুরু করে ক্রমানয়ে দ্বাদশ স্কন্দে যেতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ