বৃন্দাবনের প্রধান বারোটি বন কী কী?

বৃন্দাবনের প্রধান বারোটি বন কী কী?



বৃন্দাবনে সর্বমোট ৪৮টি বন আছে। তারমধ্যে ১২টি প্রধান বন আছে যা "পদ্ম পুরাণে" বর্ণিত আছে। এই ১২টি বন নিয়ে চুরাশি ক্রোশ বৃন্দাবন বিরাজমান। বিভিন্ন ভজনে আমরা এই ১২টি বনের উল্লেখ পায়। দীন কৃষ্ণ দাসের "জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন" ভজনে ১২টি বনের কথার উল্লেখ আছে।

                                   "কেশীঘাট, বংশীবট, দ্বাদশকানন

                                     যাঁহা সব লীলা কৈল শ্রীনন্দনন্দন"

যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন লীলা করেন তার বন্ধু গোপবালক, গোপী, লক্ষ্মীদেবী এবং অসুরদের নিয়ে।

যমুনা নদীর দুই পাশে এই বনগুলো অবস্থিত। যমুনা নদীর পশ্চিম পাশে ৭টি বন বিদ্যমান।

১) মধুবন

২) তালবন

৩) কুমুদবন

৪) বহুলাবন

৫) কাম্যবন

৬) খদিরবন

৭) বৃন্দাবন

এবং যমুনা নদীর পূর্ব পাশে ৫টি বন বিদ্যমান।

৮) ভদ্রবন

৯) ভান্ডিরবন

১০) বেলবন বা শ্রীবন

১১) লৌহবন

১২) মহাবন বা বৃহৎবন

এই হল সর্বমোট ১২টি প্রধান বন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ