বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (৩য় অংশ)
বিশ্বের সবচেয়ে উচু মন্দির তৈরী করছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ তথা ইসকন। এ মন্দির সম্পর্কে কিছু বিষয় নিচে দেওয়া হল।
![]() |
বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির |
- বৃন্দাবনে ৫০০০ হাজারের বেশি মন্দির আছে। এই মন্দিরটি এক নতুন মাইলফলক সৃষ্টি করবে।
- ১৫ থেকে ২০ একরে ১২টি বন সৃষ্টি করা হবে।
- বারোটি বন হল - মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন, কাম্যবন, খদিরবন, বৃন্দাবন, ভদ্রবন, ভান্ডিরবন, বেলবন, লৌহবন, মহাবন।
- মন্দির প্রাঙ্গনে কৃষ্ণ লীলা পার্ক নির্মান করা হবে।
- ডিজনীল্যান্ডের মতো অ্যানিমেশনের মাধ্যমে কৃষ্ণলীলা দর্শনাথীদের দেখানো হবে।
- ভূলোক, স্বর্গলোক, গোলক দর্শনের সুযোগ থাকবে।
- ১০ একর জুড়ে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
- ভক্তদের থাকার জন্য থাকবে ভক্ত আশ্রম।
- মন্দির প্রাঙ্গনে ৩ টি কুটির থাকবে- মাধব কুটির, মুকুন্দ কুটির, শ্যাম কুটিরর।
- মাধব কুটিরে ১০০ টি ডুপ্লেক্স বাড়ি নির্মান করা হবে।
- ব্যাঙ্গোলোর ভক্তরা এই মন্দিরের সমস্ত খরচ বহন করবে।
- মন্দির নির্মান করতে খরচ হবে ৭০০ কোটি টাকা।
- দামোদর নামে একটা গেস্ট হাউজ থাকবে। যেখানে অতিথীরা থাকবেন।এতে ৫০০ টি কক্ষ থাকবে।
- মন্দিরে প্রবেশ করতে হবে দ্বিতল বিশিষ্ট স্কাই ওয়াকের মাধ্যমে।
- উত্তর প্লাজায় ৫০০০ জন একসাথে বসতে পারব।
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (১ম অংশ)-https://sanatanflag.blogspot.com/2020/08/blog-post_48.html
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (২য় অংশ)
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (৪র্থ অংশ)
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (শেষ অংশ)
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।