বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (৪র্থ অংশ)
বিশ্বের সবচেয়ে উচু মন্দির তৈরী করছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ তথা ইসকন। এ মন্দির সম্পর্কে কিছু বিষয় নিচে দেওয়া হল।
![]() |
বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির |
- মন্দির এরিয়াতে ৪টা অ্যাভিনিউ আছে - চম্পা অ্যাভিনিউ, মল্লিকা অ্যাভিনিউ, কাদম্ব অ্যাভিনিউ, তমাল অ্যাভিনিউ।
- মন্দিরের উত্তর প্লাজায় একটি গরুড় স্তব স্থাপন করা হবে।
- কৃত্রিম যমুনা নদীতে নৌকা করে ঘুরে বেড়ানোর সুযোগ থাকবে।
- মন্দির প্রাঙ্গনে শ্যাম কুন্ড ও রাধা কুন্ড তৈরী করা হবে।
- হরিনাম মন্ডপ নির্মান করা হবে।
- বৈদিক সিসমোলজি প্রদর্শন করা হবে।
- মন্দিরটি দিল্লী হতে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
- মন্দিরটিতে শিশু ও যুবকদের আকর্ষন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
- কৃষ্ণের জন্ম থেকে মথুরা লীলা মন্দির প্রাঙ্গনে প্রকাশ করা হবে।
- ৭০ তলায় রাধা কৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে।
- গোবর্ধন, বারসানা, বৃন্দাবন তৈরী করা হবে।
- ৫০০০ বছরের আগের পরিবেশ তৈরী করা হবে।
- ইনডোর থিম পার্কে কৃষ্ণ লীলা প্রর্দশন করা হবে।
- বৈদিক সাহিত্য নিয়ে লাইব্রেরী তৈরী করা হবে।
- দেব লোক ও দেব লীলা প্রর্দশন করানো হবে।
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (১ম অংশ)-https://sanatanflag.blogspot.com/2020/08/blog-post_48.html
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (২য় অংশ)
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (৩য় অংশ)
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (শেষ অংশ)
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।