বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (২য় অংশ)
বিশ্বের সবচেয়ে উচু মন্দির তৈরী করছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ তথা ইসকন। এ মন্দির সম্পর্কে কিছু বিষয় নিচে দেওয়া হল।
![]() |
বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির |
- এই মন্দির ২১০ মিটার উচু হবে।
- এই মন্দির ৭০ তলা বিশিষ্ট হবে।
- সবচেয়ে উচুতে দর্শনাথীদের দেখার জন্য গ্যালারী থাকবে।
- গ্যালারীর উপরে গোলক বৃন্দাবনের আবহ তৈরী করা হবে।
- মন্দিরটি এমনভাবে তৈরী করা হবে যাতে ১৭০ কিলোমিটার বেগে আসা ঘূনিঝড় ও মন্দিরের কিছু করতে পারবে না।
- ভারতের সবচেয়ে ধনী মুকেশ আম্বানীর দুনিয়ার সবচেয়ে উচু বাড়ি অ্যান্টিলিয়ার চাইতেও বেশি উচু হবে মন্দিরটির।
- ৩টি কুতুব মিনারের সমান হবে এই মন্দিরটির।
- মন্দিরের চারপাশে ১২ টি কৃত্রিম বন তৈরী করা হবে।
- মন্দিরের চারপাশে কৃত্রিম যমুনা নদী তৈরী করা হবে।
- ৬৫ একর জায়গাজুড়ে এই মন্দিরটি হচ্ছে।
- মন্দিরের চারপাশে ছোট বড় ২০ ভবন তৈরী করা হবে।
- ৫০০ টি পিলারের মাধ্যমে এই মন্দিরটি নির্মান করা হবে।
- মন্দিরটি এমনভাবে তৈরী করা হবে যাতে ৮ মাত্রার ভূমিকম্প ও মন্দিরের কিছু করতে পারবে না।
- মন্দিরের উপরে উঠতে ৮ টি ক্যাপসুল লিফট ব্যবহার করা হবে।
- এই মন্দিরের উপর থেকে আগ্রার তাজমহল দেখা যাবে।
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (১ম অংশ)-https://sanatanflag.blogspot.com/2020/08/blog-post_48.html
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (৩য় অংশ)
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (৪র্থ অংশ)
বিশ্বের সবচেয়ে উচু মন্দির : ইসকনের বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির (শেষ অংশ)
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।