ওহে বৈষ্ণব ঠাকুর , দয়ার সাগর
এ দাসে করুণা করি।
দিয়া পদছায়া , শোধ হে আমায়
তোমার চরণ ধরি।।
ছয় বেগ দমি , ছয় দোষ শোধি
ছয় গুন দেহ দাসে।
ছয় সৎসঙ্গ , দেহ হে আমারে
বসেছি সঙ্গের আশে।।
একাকী আমার , নাহি পায় বল
হরিনাম সংকীর্তনে।
তুমি কৃপা করি , শ্রদ্ধাবিন্দু দিয়া
দেহ কৃষ্ণ নাম ধনে।।
কৃষ্ণ সে তোমার , কৃষ্ণ দিতে পার
তোমার শকতি আছে।
আমি ত কাঙ্গাল , কৃষ্ণ কৃৃৃষ্ণ বলি
ধাই তব পাছে পাছে।।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।