কবে শ্রীচৈতন্য মোরে করিবেন দয়া
কবে আমি পাইব বৈষ্ণবপদ ছায়া।
কবে আমি ছাড়িব এ বিষয়াভিমান
কবে বিষ্ণুজনে আমি করিব সম্মান।
গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে
দন্তে তৃন করি দাঁড়াইব নিষ্কপটে।
কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখগ্রাম
সংসার অনল হৈতে মাগিব বিশ্রাম।
শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর
আমা লাগি কৃষ্ণে আবেদিবেন প্রচুর।
বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়
এ হেন পামর প্রতি হবেন সদয়।
বিনোদের নিবেদন বৈষ্ণব চরনে
কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।