আমাদের পাপ ও পুণ্যের সাক্ষী কে?

                    আমাদের পাপ ও পুণ্যের সাক্ষী কে?                



মহাভারতের আদি পর্বে আমাদের কর্মের সাক্ষী হিসেবে চৌদ্দ জনের নামের উল্লেখ আছে। যারা আমাদের সমস্ত কর্ম দেখছেন ।  তারা হল   ১) সূর্য  ২) চন্দ্র  ৩) বায়ু  ৪) অগ্নি  ৫) আকাশ  ৬) পৃথিবী  ৭) জল  ৮) দিবা  ৯) নিশা  ১০) ঊষা  ১১) সন্ধ্যা  ১২) ধর্ম  ১৩) কাল  ১৪) পরমাত্মা। আমরা যে সব কর্ম করি তা এই চৌদ্দ জন সাক্ষী স্বরূপ থাকেন। এদের ফাঁকি দিয়ে কিছু করা যায় না। আমরা যে পাপ করি তার হিসাব এই চৌদ্দ জন রাখেন । আমরা যে পুণ্য করি তার হিসাবও এরা রাখেন।    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ